
বাংলা জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
সারা পশ্চিমবাংলার সাথে পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভার কাপিষ্টা শিব মন্দির এলাকায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।
বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উদ্যোগ নজর কারা। চলতি মাসের প্রথম থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে এই কর্মসূচি শিবিরে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ গিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে।
শনিবার সকাল থেকেই সারা বাংলা জুড়ে জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।
শনিবার বারাবনি বিধানসভার কাপিষ্টা শিব মন্দির এলাকায় শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জেলাশাসক এস পোন্নাবলম, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবনি থানা ইনচার্জ দিব্যেন্দু মুখার্জী সহ আরও প্রশাসনিক আধিকারিকরা।
অন্যদিকে বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সাথে দুয়ারে সরকারের ও একটি শিবির করা হয়।
এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় জানান, পাড়ার ছোট কাজ গুলি পাড়ার মানুষের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সরকারের এই প্রকল্প।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে এই প্রকল্পের ঘোষণা করেছেন।যেসব ছোট ছোট কাজগুলো রয়েছে সেই কাজ গুলোর সমাধান করা হবে।তার জন্য প্রতি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০লক্ষ টাকা ধার্য্য করেছেন।
জেলাশাসক এস পান্নাবালাম জানান, আজ থেকে সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতেও পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে।
প্রথম দিনে জেলার আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন জামুরিয়া রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সালানপুর ও বারাবনি সহ ১২ টি স্থানে এই কর্মসূচি চলছে ।এই কর্মসূচি নভেম্বর ৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ । তিনটি কিংবা দুটি বুথ নিয়ে এই ক্যাম্প চলবে সকাল ৯ টা থেকে বারোটা পর্যন্ত। বুথ ভিত্তিক ১০ লাখ টাকা করে ধার্য করা হয়েছে যা এলাকার যে ছোট কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করা হবে এই টাকায়।