
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শুভ সূচনা করলেন বিধায়ক
বাইজিদ মন্ডল: মগরাহাট:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।সেই মতো এদিন মগরাহাট পশ্চিমে শেরপুর অঞ্চলে চকযাইদি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। আর এদিন ফিতে কেটে সেই কর্মসূচির শুভ সূচনা করেন মগরাহাট পশ্চিম এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারী আসিফ ইকবাল,এছড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, ডি এম ডি সি, এছাড়াও শিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুল রহিম মোল্লা সহ অঞ্চল নেতৃত্ব ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।সেখানে ক্যাম্প সমষ্টি উন্নয়ন অধিকারী আসিফ ইকবাল সকলের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে থাকেন।
CATEGORIES জেলার আপডেট