
গুসকরায় পালিত হলো রাখি বন্ধন উৎসব
সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: রাখি বন্ধন উৎসবে মেতে উঠল আপামর বাঙালি। বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে গুসকরা পুরসভার একাধিক জায়গায় পালিত হয় রাখি বন্ধন উৎসব। গুসকরা বাসস্ট্যান্ডে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গুসকরা পুরসভার সক্রিয় সহযোগিতায় একটি উৎসব হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মল্লিকা চোংদার, দেবব্রত শ্যাম, উৎপল লাহা, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের কর্মী সুকান্ত গাঙ্গুলী, পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ সমস্ত কাউন্সিলার এবং অনেক সাধারণ মানুষ। কুশল মুখার্জ্জী সহ অন্যান্য বক্তারা দিনটির গুরুত্ব ব্যাখ্যা করেন। পরে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। এতদিন রাস্তায় যাদের দেখে সঠিক কাগজপত্র বিহীন এবং হেলমেট বিহীন মোটরবাইক চালকদের বুক কেঁপে উঠত, গুসকরা স্কুল মোড়ে ডিএসপি (ডি এণ্ড টি), আউসগ্রাম থানার আইসি, গুসকরা ও ছোড়া পুলিশ ফাঁড়ির ওসি, গুসকরা ট্রাফিক গার্ডের ওসি সহ ট্রাফিকের সঙ্গে যুক্ত সিভিক ভলাণ্টিয়ারদের ভিড় দেখে চমকে ওঠে তারা। চমক ভাঙার আগেই মহিলা পুলিশ কর্মীরা গাড়ি থামিয়ে গাড়ি চালকদের হাতে রাখি বেঁধে দেন ও মিষ্টিমুখ করান। পরিবারের সদস্যদের কথা ভেবে তাদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। ক্ষণিকের জন্য পদমর্যাদা ভুলে মহিলা পুলিশ কর্মীরা তাদের উর্দ্ধতন আধিকারিকদের হাতেও রাখি বেঁধে দেন। এছাড়াও পুর এলাকার আরও বেশ কয়েকটি জায়গায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়।