
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা খতিয়ে দেখতে রেল প্রশাসন
ফাইনাল এক্সপোজার:: আসানসোল:-
আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস তার প্রাক্কালে রেলের আর পি এফ আসানসোল স্টেশনের বিভিন্ন জায়গায় পুলিশ কুকুর নিয়ে অনুসন্ধান করে। আসানসোল স্টেশন চত্বরের গাড়ী স্ট্যান্ড থেকে শুরু করে রেলের পার্সেল দপ্তর প্লাটফর্মের বিভিন্ন জায়গায় পুলিশ কুকুর নিয়ে অনুসন্ধান চালানো হয়। নাশকতা ঠেকাতে এই তল্লাশি বলে জানিয়েছেন আর পি এফের আধিকারিক।
CATEGORIES আসানসোল