স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাণীগঞ্জ থানার পুলিশদের সম্মান জানালো স্কুল পড়ুয়ারা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাণীগঞ্জ থানার পুলিশদের সম্মান জানালো স্কুল পড়ুয়ারা

ফাইনাল এক্সপোজার: রাণীগঞ্জ:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাণীগঞ্জ শহরের বিএনমালিয়া রোডের শ্রীদূর্গা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিশুদের নিয়ে রাণীগঞ্জ থানার আধিকারিক সহ সমস্ত পুলিশ কর্মীদের সম্মানিত করার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো। শিশুদের অনুষ্ঠান দেখে মুগ্ধ রাণীগঞ্জ থানার আধিকারিক তিনি জানান রাজ্যের প্রত্যেক প্রাইমারী স্কুলে এইরকম শিক্ষা দেওয়া উচিত বর্তমানে শিশুরা মোবাইলে আশক্ত হওয়াতে সাধারণ জ্ঞান পর্যন্ত  জানে না তাই দেশের সব স্কুলের বাচ্চাদের এইরকম শিক্ষা দেওয়া দরকার।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )