আসানসোল নর্থ পয়েন্ট স্কুলেস্বাধীনতা দিবস উদযাপন

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলেস্বাধীনতা দিবস উদযাপন

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- ধুমধামের সাথে পালন করা হলো ৭৯ তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল।এদেশের বির সন্তানদের  রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। তাই আজকের দিনে মধ্যরাতের থেকেই শুরু হয়ে যায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলনের অনুষ্ঠান কর্মসূচি। দেশাত্মবোধক উৎসাহ এবং জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোলের চাঁদা মোড়ের নর্থ পয়েন্ট স্কুলে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়েছিল ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা। 

এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সচীন্দ্র নাথ রায়। উপস্থিত ছিলেন সহ-পরিচালক মিতা রায়, এক্সিকিউটিভ গভর্নিং বডি মেম্বার গৌরব রায়, প্রধান শিক্ষক রাজীব শা’ এবং বিশেষ অতিথিরা।

সচীন্দ্রনাথ রায় বলেন, আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গর্বের। তবে সহজে এই দিনটি আমরা লাভ করিনি। বহু শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম। তিনি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তিনি ছাত্রছাত্রীদের অনুরোধ করেন দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে। অতিথিরা বিদ্যালয়ের আয়োজনে প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের প্রতিভা ও শৃঙ্খলার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে সবাই একসাথে গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )