সর্বভারতীয় ‘নিট’-এ প্রথম হলো পশ্চিমবঙ্গের ছাত্র

সর্বভারতীয় ‘নিট’-এ প্রথম হলো পশ্চিমবঙ্গের ছাত্র

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: ৭২০ এর মধ্যে ৬৮৬ নম্বর পেয়ে সর্বভারতীয় 'নিট'-এ প্রথম হলো আসানসোলের জনপ্রিয় নর্থ পয়েন্ট স্কুলের মেধাবী ছাত্র কল্যাণ চট্টোপাধ্যায়। একইসঙ্গে জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের মুখ আরও উজ্জ্বল করল সে। এই অসামান্য সাফল্যের খবর পেয়ে আসানসোল শহর জুড়ে বয়ে যায় খুশির হাওয়া। শুধু নর্থ পয়েন্ট স্কুলে নয় শহর জুড়ে চলছে খুশির উৎসব। কল্যাণকে শুভেচ্ছা জানাতে রাজনৈতিক জগত থেকে শুরু করে শিক্ষাজগতের বিশিষ্ট ব্যক্তিরা হাজির হয়েছেন বিদ্যালয় প্রাঙ্গণে। প্রসঙ্গত এই সাফল্যের জন্য কল্যাণ দেশের সবচেয়ে সম্মানজনক চিকিৎসা প্রতিষ্ঠান দিল্লির 'এইমস' -এ ভর্তি হওয়ার নিশ্চিত সুযোগ পাবে। বাবা-মা, শিক্ষক ও পরামর্শদাতা সহ প্রত্যেক শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কল্যাণ বললেন- ভবিষ্যতে চিকিৎসক হয়ে আমার লক্ষ্য সমাজের সেবা করা এবং ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব শাও বললেন - কল্যাণের সাফল্যের পেছনে আছে তার অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম ও ধৈর্য্য। পাশাপাশি সে শিক্ষকদের কাছ থেকে যেমন সঠিক পরামর্শ পেয়েছে তেমনি পিতা-মাতা সহ পরিবারের প্রত্যেক সদস্যের সহযোগিতা পেয়েছে। তার এই সাফল্য আগামী প্রজন্মের জন্য প্রেরণার কাজ করবে। কল্যাণকে অভিনন্দন জানিয়ে নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান শচীন্দ্র নাথ রায় বললেন- এই সাফল্য শুধু এই বিদ্যালয়ের নয়, সমগ্র আসানসোলবাসী তথা রাজ্যের জন্য গর্বের মুহূর্ত। আমাদের বিশ্বাস এই সাফল্যের হাত ধরে আগামীদিনে রাজ্যের জন্য আরও অনেক সাফল্য আসবে। পাশাপাশি নর্থ পয়েন্ট স্কুলের নামকে জাতীয় শিক্ষামঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )