
কবি সুকান্তর জন্মবার্ষিকীতে প্রতিমূর্তিতে মাল্যদান চেয়ারম্যানের
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- শণিবার আসানসোলের সুকান্ত ময়দানে কবি ও সাহিত্যিক সুকান্তর মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান সুকান্তর জন্মবার্ষিকীতে তার মূর্তিতে মাল্যদান করে নিজেকে ধন্য মনে হচ্ছে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিশিষ্ট ব্যাক্তিদের জন্মদিন এবং প্রয়াণ দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কবি সুকান্ত মাত্র কুড়ী বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুড়ী বছরে সাহিত্যের উপর তার অবদান ভোলা যায় না এখনো আমরা তার রচিত কবিতা পড়ে শরীরে এক অন্যরকম অনুভূতি হয়, তিনি বেচে থাকলে সাহিত্যে অনেক কিছু দিয়ে যেতে পারতেন।

পরে সেখানে কবি সুকান্তর জন্মবার্ষিকীতে সুকান্ত ময়দানে কবি সুকান্তর মূর্তিতে মাল্যদান করলেন রেড ক্যানভাস আর্টিস্ট ফোরামের আহ্বায়ক পার্থ মুখার্জি এবং ফোরামের অন্যান্য সদস্যরা। পার্থ মুখার্জি জানান কবি সুকান্তর জন্মবার্ষিকী উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করা হবে।