
আদিবাসী যুবকের মৃতু ঘিরে জেলা হাসপাতালে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে সাত ঘন্টা ধরে বিক্ষোভ
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ায়। আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ীর বাসিন্দা বিদোনী হেমব্রমের ১৭ বছরের ছেলে মঙ্গল হেমব্রম স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র গত ১৫ ই আগষ্ট পেটে ব্যাথা নিয়ে দুপুরে ভর্তি হয় আসানসোল জেলা হাসপাতালে রবিবার সকালে মঙ্গল মারা যায়। মঙ্গলের মারা যাবার খবর শুনে কালিপাহাড়ী এবং হীরাপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের জনগণ হাসপাতালে আসাতে উত্তেজনা ছড়ায় পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী এসে শান্ত করার চেষ্টা করেন। মঙ্গলের মা বিদোনী হেমব্রমের অভিযোগ তার ছেলে তারসাথে হেঁটে এসে জেলা হাসপাতালে ভর্তি হয় তারপর থেকে কোন চিকিৎসক তাকে চিকিৎসা করে নি ফলে তার ছেলে মারা গেছেন। আদিবাসী সম্প্রদায়ের দাবি ক্ষতিপূরন এবং চাকরির দাবি না দিলে তারা মৃতদেহ নেবে না।