
চোর সন্দেহ দুই যুবক কে মারধরের ঘটনায় গ্রেফতার দুই সিআইএসএফ জওয়ান
কৌশিক মুখার্জী: কুলটি:-
গত কয়েকদিন আগে আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় চুরি করতে ঢোকে দুই জন। কর্তব্যরত CISF চোর সন্দেহ দুই যুবক কে মারধর করে বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা।CISF এর মারধরে আহত হয় এবং একজনের ঘটনাস্থলে মৃত্যুহয় এবং পরবর্তীতে ওপর আরেক জনের চিকিৎসাধীন থাকায় হাসপাতালে মৃত্যু হয়।মৃত দের নাম বিকিরবি দাস, এম ডি শাহাবুদ্দিন(লড্ডন) এদের পরিবারের পক্ষ থেকে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্তে নেমে কুলটি থানার পুলিশ CISF এর দুই কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ CISF হেড কনস্টেবল বি.নরসিংহ রেড্ডি, কনস্টেবল জয়কৃষ্ণকে গ্রেফতার করে।শনিবার দুজন অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হবে।তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
CATEGORIES আসানসোল