
পাণীয় জল, রাস্তা ও লাইটের দাবিতে নুনী গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ
ফাইনাল এক্সপোজার: বারাবনি:- সোমবার সকালে বারাবনি বিধানসভার নুনী গ্রামের বাসিন্দারা তিনটা দাবি নিয়ে নুনী গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি জমা দেন। নুনী গ্রামের বাসিন্দাদের বক্তব্য নুনী গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ যে কোন মুহুর্তে বড়সড় দূর্ঘটনা ঘটার সম্বভনা তৈরী হয়েছে রাত্রে বোঝা যায় না কোথায় গর্ত তারউপর রাস্তায় লাইট নেই অন্ধকারে যাতায়াত করতে হয় এবং তিন থেকে চারদিন অন্তর পাণীয় জলের ট্যাংকার পাঠানো হয় রাত একটার সময় তাই তিনটা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সাতদিন পর পুনরায় তারা আসবেন রাস্তা কবে মেরামত করা হবে তা জানতে। নুনী গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তিওয়ারি জানান রাস্তা মেরামত করার জন্য অনেক পয়সার দরকার তিনি বিডিওকে, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়ককে জানাবেন তারা সিদ্ধান্ত নেবেন, পাণীয় জল নিয়ে বিধায়ক পিএইচই র সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে এবং বিদ্যুৎ দপ্তর থেকে পোল লাগাতে এসে ফিরে গেছে পোল না থাকলে লাইট লাগানোর জায়গা নেই গ্রামবাসীদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।