ভলবো বাসের সাথে ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত ৫

ভলবো বাসের সাথে ট্রাকের সংঘর্ষে চালক সহ আহত ৫

ফাইনাল এক্সপোজার: রাণীগঞ্জ:- কলকাতা থেকে আসানসোলগামী একটি যাত্রীবোঝাই শ্যমলী পরিবহনের স্ক্যানিয়া বাসের দুর্ঘটনা আসানসোলের রাণিসায়ের মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে।

মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ দ্রুতগতিতে চলা বাসটি একটি পণ্যবোঝাই ১০ চাকার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় বাসচালকসহ মোট পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় বাসচালক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাকিদের আঘাত তুলনামূলকভাবে হালকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং ট্রাকটির পাশাপাশি সমান ভাবে এগোচ্ছিল। সেই সময় হঠাৎ করেই ট্রাকটি অন্য একটি রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করলে বাসটি সরাসরি ট্রাকের মাঝামাঝি অংশে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গিয়ে তীব্রভাবে ধাক্কা লাগে। ধাক্কা এতটাই শক্তি ছিল যে বাসের সামনের কেবিন প্রায় পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ওই অংশেই আটকে পড়েন বাসচালক এবং সামনের সারিতে বসে থাকা চারজন যাত্রী। ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করেন। গুরুতর আহত চালক ও চার যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চালকের চোট গুরুতর হলেও স্থিতিশীল। অন্য চার যাত্রী প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ড করছে পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )