ফের জাতীয় সড়কে ধস – এলাকায় আতঙ্ক

ফের জাতীয় সড়কে ধস – এলাকায় আতঙ্ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

 আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে আবারও ধসের ঘটনা ঘটলো।সোমবার গভীর রাতে এই ধসের ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার কাল্লা মোড় সংলগ্ন সার্ভিস রোড এলাকায়। ধসের কারণে সার্ভিস রোডে বিশাল গর্তের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ধসের ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর থানার পুলিশ। আপাতত ঐএলাকা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়ানোর জন্য আসানসোল উত্তর থানার পুলিশ ওই স্থানে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঘন ঘন ধস ও গর্তের ঘটনা তাঁদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়াচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল বাস, ভারী যানবাহন চলে। দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করে তাঁরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

এই প্রসঙ্গে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, সোমবার রাতে কাল্লা মোড়ের কাছে সার্ভিস রোডে ধসের ঘটনা ঘটেছে। জাতীয় সড়ক অথরিটি ও পিএইচইকে গোটা বিষয়টি সমীক্ষা করে দেখতে বলা হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )