
কংগ্রেসের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- বৃহস্পতিবার দুপুরে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর কাছে পাণীয় জলের সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দিলেন রেলপারের কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রেলপারের কংগ্রেস কর্মীরা পাণীয় জল এবং এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পর আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর হাতে স্মারকলিপি জমা দেন। কংগ্রেস কর্মীরা জানান তিনদিন আগে মেয়রের কাছে স্মারকলিপি জমা দেবার জন্য সময় নেওয়া হয়েছিল কিন্তু পৌরনিগমে এসে তার অনুপস্থিতিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিলেন। কংগ্রেস কর্মী জানান তিনমাস ধরে রেলপারের ২৫ থেকে ৩০ নং ওয়ার্ডে পাণীয় জল আসছে না আসলেও কিছুক্ষণের জন্য এবং ঘোলা জল তাছাড়া পুরো রেলপারের বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে গেছে, রেলপারের কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র থাকা সত্ত্বেও এই দুর্দশা আগামী এক সপ্তাহের মধ্যে পাণীয় জলের সমস্যা ঠীক না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান বৃষ্টির জন্য পাম্পগুলো জলের তলায় চলে যাবার কারণে সমস্যা হয়েছিল সেগুলো ঠীক করা হয়েছে তাছাড়া ডিভিসি জল ছাড়ার কারণে ঘোলা জল আসছে সেগুলো ঠীক করার কাজ চলছে এই সপ্তাহের মধ্যে ঠীক হয়ে যাবে।
