আদিম

মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

সভ্যতার বর্বরতার চেয়ে আদিম মানুষের আদিমতা ঢের ভালো ছিল।
তারা অন্তত নিজেদের সভ্য বলে দাবী করত না।
সভ্যের বাজারে অমানবিকেরা নগ্ন করে নারী দেহ।
কখনো পাশবিক অত্যাচারে, কখনো লোলুপ নজরে,
কখনো বা নোংরা কদার্য ভাষণে।
প্রতিটা মুহূর্তে নারীকে করে তারা উলঙ্গ।
আবার এরাই ভদ্র সমাজে ভদ্রবেশে ঘুরে বেড়ায়।
খোঁজ নিলে দেখা যাবে এদের ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখা কদার্য রূপটি।
নারী, তোমার ভাষাহীন ক্রন্দন আর আর্তনাদ পৌঁছবে না ওই নর পশুদের কানে।
কারণ তারা কানকাটা মর্কট।
তোমার চোখের রক্ত নিঃসৃত অশ্রু যখন পাপের ভূমি ভেজাবে, তখনই ধরণীর বুকে বাজবে রণডঙ্কা।
নারী, তোমাকে বারংবার কলুষিত ও অপমানিত করতে, তোমার গায়ে কাঁদা ছিটাতে সভ্যরা নেমেছে পাঁকে, ইতিহাস এর সাক্ষী।
নারী, যে গর্ভধরণের ক্ষমতা ও শক্তি স্বয়ং ঈশ্বর তোমাকে প্রদান করেছেন,
সেই ক্ষমতা আর শক্তিই হলো তোমার জীবনের দুর্বলতা!!
আজ যদি সমস্ত নারী জাতি পরিত্যাগ করে তাদের মাতৃত্ব!
সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে?
কোথায় দাঁড়াবে সমাজের দেহ?

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )