আক্ষেপের অবসান

শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)

আক্ষেপ কিছু থাকুক একান্ত আপন হয়ে,
জীবনের সব পাতায় যদি ইচ্ছে পূরণের গল্প লেখা হয়,
তবে তা বুঝি পাঠকের উচাটন মনকে দেউলিয়া করতে পারে না।
যখন হাতের বাঁধন একটু শিথিল প্রায় তখনই ঝুপ করে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার কি নিরলস প্রয়াস।
বাতিলের খাতায় পুরনো হিসাব ঝালিয়ে নিতে হয় তবু বারবার।
কে জানে কার বুকে কত উত্তাল ঢেউএর ছেলেখেলা চলে আমরণ?
দুঃসাহসের ডানায় ভর করে তার পাড়ি জমানোর সাধ বহুকালের।
গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে রাশ টেনে ধরে বিজয়ের রাজতিলক কপাল ছুঁয়ে যায় একসময়।
জয়ের নিশানা উড়িয়ে ছুটে চলে ঠিকানাহীন গন্তব্যে।
পায়ের চিহ্ন খুঁজে তার হদিশ মেলে অস্তরাগের শেষ বেলায়।
অশান্ত আকাশ জুড়ে হঠাৎ তীব্র নীরবতার ছোঁয়া।
শেষ হয় বুঝি সে আক্ষেপের দিন গোনা!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )