ইলিশ বাঁচাও সচেতনতার আয়োজন

ইলিশ বাঁচাও সচেতনতার আয়োজন

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ইলিশ উৎসব এখন আর বাঙালি হেঁশেলেই আবদ্ধ নেই। আটপৌরে হেঁশেল থেকে বেরিয়ে রাস্তার মোড়ে মোড়ে কিংবা পাঁচতারকা হোটেল-রেস্তোরাঁর জাঁকালো সব আয়োজন নিয়ে ভোজন রসিকদের ঘ্রাণেন্দ্রিয়ে এক লোলুপ তাড়না সৃষ্টি করে চলেছে। তাই সময় কাটানোর বাহানা নিয়ে এসব রেস্তোরাঁয় বাঙালি বাঙালিতে মাথায় ঠোকর খেয়ে বলে ওঠে, আরে ভাই ইলিশ বলে কথা!  আর দক্ষিন চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন জায়গায় আকর্ষণীয় নাম দিয়ে প্রতিবছর বিভিন্ন ধরনের ইলিশ উৎসব করতে দেখা যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও ২৩ ও ২৪ আগষ্ট দুই দিন ডায়মন্ড হারবার প্রেস ক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার আয়োজনে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাধন্য এদিন ডায়মন্ড হারবার শহরে যেটি ঘাটে ২০ তম বর্ষ আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব ২০২৫ উপলক্ষে,ছোট ইলিশ বাঁচাও সচেতনার বার্তা দেওয়া হয়।এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,কুসুমের সাহিত্য পত্রিকার সম্পাদক তথা ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদ, বঙ্গ বন্ধু কলেজের অধ্যক্ষ মানিক চৌধুরী বাংলাদেশ, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিত হয়ে ছিলেন। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সম্পাদক নকিব উদ্দিন গাজী,তপন কুমার দাস,অরিজিৎ মন্ডল,দিলীপ মন্ডল সহ আরো অনেকে।উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উদ্যোক্তারা জানান,যেসব ছোট ইলিশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এই ছোট ইলিশের স্বাদ ও গন্ধ নেই,পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত হচ্ছে। যার ফলে আগামী দিনে হয়তো মিউজিয়ামে দেখতে হবে এই ইলিশকে। ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদ বলেন ছোট ইলিশ বাঁচাতে এবং ইলিশের গুরুত্ব বজায় রাখতে আমরা সমুদ্রে সৈকত এলাকায় প্রচারকার্য চালাম। উদ্যোক্তাদের এহেন কর্মকাণ্ড দেখে যথেষ্ট খুশি এলাকার বহু মানুষ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )