স্বেচ্ছায় রক্তদান শিবির হলো গুসকরায়

স্বেচ্ছায় রক্তদান শিবির হলো গুসকরায়

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান – গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী শচীন গুপ্ত ও গৌতম গুপ্তের স্মৃতিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় গুসকরা স্কুলমোড় সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই শিবির থেকে মোট ৫৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়। এদের মধ্যে ৪ জন ছিলেন মহিলা এবং ১০ জন নতুন রক্তদাতা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গুপ্ত দম্পতি সৌগত গুপ্ত-লুনা গুপ্ত একসঙ্গে রক্তদান করেন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।

সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখোপাধ্যায়, গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ, সহ সভাপতি লুনা গুপ্ত, সম্পাদক সজ্ঞীব বাছার, গুসকরা বিষাণ অ্যাথলেটিক্ ক্লাবের সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী, নীলমাধব দাস, অরূপ অধিকারী, গোপাল মজুমদার, প্রভাত দাস বৈরাগ্য, বিনয় মন্ডল, মৌসম দাস, সৌরভ চট্টোপাধ্যায়, অরুণ চৌধুরী, সম্পাদক সৌগত গুপ্ত সহ আরও অনেকে। জরুরি কাজ থাকার জন্য সামান্য সময়ের জন্য হলেও উপস্থিত ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )