বৃষ্টি ভেজা মন
অন্তরা সিংহরায় (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

ভেজা ঘন মেঘের গা ঘেষে সোনালি টুকরো টুকরো আলো
ছিটকে আসছে ঘাসে শুয়ে থাকা বৃষ্টি কণায় ,
আজ সকালে জানলা খুলতেই,
ইলশেগুঁড়ি বৃষ্টি ঘুম ভাঙা পলক ছুঁয়ে উড়ছে ,
ভিজিয়ে দিলে বাসি ঠোঁটের অবয়ব ,
কি যে রোমাঞ্চকর !
আহা ! কি যে ভালো লাগা !
বাদলা হাওয়ায় শিউরে উঠছে হৃদয়কথা ,
আজ কেমন যেন তুমি তুমি ভাব ,
জোড়ায় জোড়ায় ঘুরছে যারা শহর জুড়ে ,
খুঁজে নিয়েছে তারা তাদের আশ্রয়টুকু ,
শুধু তোমার আমার দেখা হলো না এখনো,
আজ বাতাসে বসন্ত বসন্ত গন্ধ আছে ,
সবাই কি তা অনুভব করছে !
না, আমারই আজ শুধু এমনটা মনে হচ্ছে !
CATEGORIES কবিতা