আমি সেই ছাত্র
মারুফ খাঁন (উড়িষ্যা)

“আমি সেই ছাত্র অন্যায়ের প্রতিবাদ”
প্রকাশ্যে কিংবা গোপনে
রণে বনে জলে জঙ্গলে পাড়ি দিতে অহর্নিশ।
আমি সেই ছাত্র
আপনাদের ও আদর্শে
আপনাদেরও উপদেশ
আজ্ঞা পালন যে করি!!
শান্ত ছিলাম না আজও নেই।
তাঁদের নাম নিলে কেউ যাবে বাদ পড়ে
সম্মানীয় বরণীয়…..
চরণ ধুলি মাথায় রবে!
এঁরা কারা ভুরি ভুরিও অর্থে
কেমনে হব ছাত্র আমি তাঁর
আমি এই শিক্ষক সমাজকে মানিনা
কি শিক্ষা দেবে!কি হবে যে করণীয়
আগামীর কেমন সমাজ গড়ে তুলবে
যা দেখি
তা বলি।
নিকোটিন অ্যালকোহলের নেশায় মত্ত….
কেমন ছাত্র!কেমন ছাত্রী!
স্কুল কলেজ গুলো বন্ধের পথে
পঠন ও পাঠন চুলোয় যাক
উপার্জনের পথ খোলা থাক
আমি সেই ছাত্র অন্যায়ের বিরুদ্ধে গর্জন!
রক্তে অবিরত বহমান
তাঁদের ও সেই আদর্শ
বিনিময় সমাজ গড়ার কারিগর হতে চাও
আমি পারিনি পারব না কখনও মেনে নিতে…..
আমার চলার পথ আরও কঠিন হবে!
আদর্শ পালনে দায়বদ্ধ
মৃত্যু হবে মেনে ও নেব
অন্যায়ের আপোস কখনও সম্ভব নয়…..
কলম আমার তলোয়ার
তাঁদের দেখিয়ে দেওয়া বর্ণমালা
পালিত হবে!
আদর্শবান যাঁরা স্মরণীয় বরণীয় তাঁরা।
ভুলিবার নয়
লড়াইয়ের ময়দানে আছি আর রব,,,
সমালোচনার ঝড় ও উঠবেই!দেখব
আমি সেই ছাত্র বন্ধ তালা
আমি সেই ছাত্র বন্ধ তালা
প্রয়োজনে ভাঙতে জানি,,,
কলম আমার তলোয়ার দিন-রাত্রি চলতে জানি
সমালোচনায় আমায় কিচ্ছু হবে না
সমালোচনায় আমায় কিচ্ছু হবে না
মুখোশ খুলে যাবে ভেবেচিন্তে এসো
অন্যায়ের প্রতিবাদ করতে ও জানি
লড়াইয়ের ময়দানে ছিলাম ও আছি
দিনরাত্রি কলম হাতে চলতে জানি!!
আমি সেই ছাত্র অন্যায়ের প্রতিবাদ করতে জানি।

