সময়ের সাথে সাথে

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

দিনগুলো সব ছুটছে জোরে
ফিরতে চায় না দেখি ঘরে
মানুষও ছোটে পাল্লা দিয়ে
চাকর হয়েই যে ছুটে মরে।
যাদের কোনো কাজকর্ম নাই
সময়কে তারাই ধরতে চায়,
বোকার মতো বসেই থাকলে
সময় কি কখনো ঘুরে দাঁড়ায়?
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতেই
এক ঘরে রোজ দুবার আসে
জীবন চলে নিজেরই ছন্দে
সুযোগও বার বারই আসে।
সেই সুযোগে হাতের মুঠোয়
সময়কে চাইলেই ধরাও যায়
জন্মদিন পালন করা হয় তাই
একবার সেদিন পিছনে তাকাই।
আপনজনের ভালোবাসায়
আগামী দিনগুলো সুদৃঢ় হয়
সামনের দিকে চলতে গেলে
একটু পিছনে তাকাতেই হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )