বার্ণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে

বার্ণপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- শণিবার রাত্রে ইস্পাত নগরী বার্ণপুরের সার্কুলার রোডে ইস্কোর আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা মহেশ ব্যানার্জী জানান ইস্কোর আবাসন ইস্কোর বিদ্যুৎ দপ্তরকে আবাসন দেওয়া হয়েছিল তাদের জিনিসপত্র মজুত করার জন্য রাত এগারোটা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় সম্বভত সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে অনুমান কোন প্রাণহানি হয় নি। ইস্কোর দমকল দপ্তরের ইঞ্জিন, রাজ্য সরকারের দমকল দপ্তরের ইঞ্জিন এবং সিআইএসএফের কর্মী, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হয়েছিলেন বলে জানান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )