বস্তিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিতর্ক

বস্তিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিতর্ক

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- বুধবার দুপুরে আসানসোল পৌরনিগমের ৪৪ নং ওয়ার্ডের বস্তিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে দমকল বাহিনী এবং স্থানীয় দোকানদারদের সহযোগিতায় উদ্ধার পেল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর অমরনাথ চ্যাটার্জী, জাতীয় কংগ্রেসের আসানসোল সাউথ ব্লকের সভাপতি সাহ আলম খান।

চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান এলাকার বাসিন্দা ও দোকানদারদের দোকান করার জন্য চিন্তা করতে হবে যাতে আগুন লাগার মতো বড় দূর্ঘটনা হলে দমকলের গাড়ী এলাকায় ঢুকে আগুন নেভাতে পারে, এলাকার বাসিন্দাদের আসানসোল শহরকে সুন্দর করে গড়ে তুলতে নির্দিষ্ট জায়গা ছেড়ে দোকান বানাতে হবে। চেয়ারম্যানের এই পরামর্শে ক্ষুব্ধ হয়ে যায় কংগ্রেসের সাহ আলম খান তিনি জানান বাসিন্দারা ভালোমন্দ চিন্তা করলে চেয়ারম্যানের দরকার নেই তারাই ঠীক করে নেবে। আসানসোল শহরে একই দলের দুপক্ষের দুরকম নীতি একপক্ষ আসানসোলকে সুন্দর করে গড়ে তুলতে বিভিন্ন ভাবে চেষ্টা করছেন অন্যপক্ষ সেই চেষ্টাকে বিফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )