
বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে
ফাইনাল এক্সপোজার,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:-
জামুড়িয়া শিক্ষা চক্র ২ এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষার তৃতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে।
আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুড়িয়া এলাকায় সুনাম অর্জন করেছিল, সেই বিদ্যালয় নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী আসার পর থেকে বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে কখনো বিদ্যালয়ের ভিতরে নেশাদ্রব্য-সেবন, কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ।
সেই রকমই আরো এক দফাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্র-ছাত্রীদের খাওয়ানোর চেষ্টা।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সাত সকালেই বিদ্যালয়ে পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন প্রধান শিক্ষক। কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধ ক্ষনিকের মধ্যেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে। যথাসময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা মাংসের দুর্গন্ধে প্রায় কুড়ি থেকে ২৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্র ছাত্রীসহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা-বাবাকে বিষয়টি জানাই তারপরেই ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন।
অভিভাবকদের কথাই এ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক। না হলে যে কোনদিন বিদ্যালয়ের পড়ুয়াদের বড়সড়ো কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে,ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ, উপস্থিত হয় জামুড়িয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ, স্থানীয় অভিভাবকরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আতমা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী।

অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা।
এবিষয়ে জামুড়িয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আতমা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানাই বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।