কংক্রিটের কালভাট ঢালাই এর কাজ সমাপ্তির পথে, পরিদর্শনে বিডিও

কংক্রিটের কালভাট ঢালাই এর কাজ সমাপ্তির পথে, পরিদর্শনে বিডিও

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- বহু প্রতীক্ষার পর ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের কালভাট নির্মাণের কাজ সমাপ্তির পথে। এই কংক্রিটের কালভাটটি নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এদিন ঢালাই এর কাজ সারে জমিনে এসে পরিদর্শন করেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম,ইঞ্জিনিয়ার গৌরব কুন্ডু,এছাড়াও সঙ্গে ছিলেন বাসুল ডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার,বাসুল ডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান সুজাউদ্দিন সাপুই,পঞ্চগ্রামের সদস্য রব্বেল ঘরামী সহ আরও অনেকে। স্থানীয় সূত্রে খবর বহু প্রতীক্ষার অবসান,দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি নতুন ও মজবুত কংক্রিটের কালভাট নির্মাণের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং কালভাট নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে। এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল ও হাই স্কুল ও প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষকদের যাতায়াতে সুবিধা এবং কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হলো। উপপ্রধান সুজাউদ্দিন সাঁপুই তিনি জানান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )