
ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃতু ঘিরে ১৭ ঘন্টা রাস্তা অবরোধ, অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ
ফাইনাল এক্সপোজার: সালানপুর:- মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ সালানপুর থানার দেন্দুয়া মোড়ে সালানপুরের শ্রীরামপুরের বাসিন্দা জীবন বীমা কোম্পানির এজেন্ট অশোক মাহাতো মোটরসাইকেল করে বাড়ী ফেরার সময় দেন্দুয়া মোড়ে কোন গাড়ীতে মোটরসাইকেলে ধাক্কা মারলে অশোক মাহাতো বাইক থেকে পড়ে গেলে ঐ ট্রাকের চাকায় পিষে গেলে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর গ্রামে গেলে অশোক মাহাতোর পরিবার এবং শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা চিত্তরঞ্জন – আসানসোল রাস্তা অবরোধ করে সন্ধ্যা আটটা থেকে বসে পড়েন সারা রাত এবং বুধবার দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ থাকার ফলে বিরাট যানজটের সৃষ্টি হয়। ২০ লক্ষ টাকা এবং পরিবারের দুজনকে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিল পরিবার ও গ্রামবাসীরা। পুলিশ প্রশাসনের কাছে খবর গেলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কয়েকবাী অবরোধকারীদের সাথে বৈঠক করলেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকাতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করা শুরু করেন, অবরোধকারীদের সাথে সামান্য হাতাহাতি হওয়াতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন, বুধবার দুপুর তিনটা পর্যন্ত রাস্তা সম্পূর্ণভাবে অবরোধ মুক্ত হয়।

