
বৃক্ষ রোপণ উৎসবে ইসিএলের সিএমডি
ফাইনাল এক্সপোজার: কুলটি:- বৃহস্পতিবার সকালে সীতারামপুরের মাইনিং রেসকিউ স্টেশনে প্রত্যেক বছরের মতো ২৮ শে আগষ্ট বিএমএস বীরাঙ্গনা অমৃতাদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়, এই বছর এই উৎসবে উপস্থিত হয়েছিলেন ইসিএলের সিএমডি শতীশ ঝা। তিনি জানান ইসিএল প্রত্যেক বছর তাদের বিভিন্ন দপ্তরে ৫ ই জুলাই বিশ্ব পর্যাবরন দিবসে বৃক্ষ রোপণ করা হয়, ২৮ শে আগষ্ট বিএমএসের পক্ষ থেকে বৃক্ষ রোপণ বা পর্যাবরন দিবস পালন করা হচ্ছে। তিনি সাধারণ জনগণের কাছে আবেদন করেন আবহাওয়ার ভারসাম্য বজায় রাখতে সবার একটা গাছ লাগানো উচিত। আমরা টিভির খবর থেকে জানতে পারি শুধু দেশ নয় সারা পৃথিবীতে আবহাওয়া পরিবর্তনের কারণে বন্যা, ভুমিকম্পে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে তাই আমাদের বাঁচতে আবহাওয়ার ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো দরকার।

CATEGORIES আসানসোল