সম্পর্ক

সঙ্গীতা মুখার্জ্জী (কলকাতা)

তুমি প্রকৃতির মাঝে সবুজের সমারোহ দেখেছো
তার সুন্দর ফুলের গন্ধে মন ভরেছো
সুমিষ্ট ফলের স্বাদ নিয়েছো
চিকন পাতার বাতাসে দেহ-মন শীতল করেছো
অস্তিত্ব টিকিয়ে রাখতে——-
বুক ভরে অক্সিজেন পান করেছো
কিন্তু কখনো ভেবেছো কি!
হাজারো ঝড় – ঝঞ্ঝা সামলে পৃথিবীর কোলে,
প্রতিটা বৃক্ষই নিঃশব্দ একাকী দাঁড়িয়ে
যে তার কোনো সঙ্গীদের সুখী করতে পারে নি
প্রাণ থাকা সত্ত্বেও—–
সহপাঠীদের দিকে একপাও এগোতে পারেনি

সে তোমাকে খুশি করেছে।

তবুও চিৎকার করে বলেনি—–
আমি নিঃস্ব।সবকিছু তোমাদের বিলিয়ে আজ নিঃস্ব।

তাই প্রয়োজন শেষে———
মূল্যবান মেহগনি গাছের লোভে
সাধারণ বৃক্ষটির দিকে দোষারোপের আঙুল তুলো না
কিচ্ছুটি পাও নি বলে অভিযোগ কোরো না

মনে রেখো সব বৃক্ষই সঞ্জীবনী।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )