কিশোরীর মৃতদেহ উদ্ধার ডামড়ার জঙ্গলে, অনুমান ধর্ষণ করে খুন

কিশোরীর মৃতদেহ উদ্ধার ডামড়ার জঙ্গলে, অনুমান ধর্ষণ করে খুন

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার কাছে বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর আসে এক কিশোরীকে ধর্ষণ করে খুন করে ডামড়ার জঙ্গলে পড়ে আছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের লতাপাতা ঢাকা অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন এবং মুখ থেকে রক্ত বেরোবার চিহ্ন দেখা গেছে। পুলিশের অনুমান অন্যকোন জায়গায়  স্থানীয় বাসিন্দা চন্দন গান্ধীর অভিযোগ ডামড়ার এই জঙ্গলে এলাকার বাউড়ী ও সাঁওতাল সম্প্রদায়ের মহিলারা কাঠ কুড়োতে আসে তাছাড়া চারিদিকে অবৈধভাবে কয়লা খাদান চলছে তাদের মধ্যে কেউ বা কাহারা ১৭/১৮ বছরের এক কিশোরীকে তুলে এনে ধর্ষণ করে খুন করে দিয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে তাদের দাবি অবিলম্বে দোষীকে খুঁজে বার করে কঠোর শাস্তি দেওয়া হোক।পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য মৃতদেহের এখনো পরিচয় পাওয়া যায় নি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )