আমার দুঃখ

টুম্পা পাল (হিন্দমোটর, হুগলী)

ভেবেছিলাম সুখ হবি,
তুই আমার দুঃখ হলি
তবে সেও মন্দ নয়,
তোকে একটা কথা বলি

দুঃখ সবই জমা রাখি,
নিভৃতে অন্তরে
কবিতা আমার সেজে ওঠে
দুঃখের ছুমন্তরে।

তাইতো রাতে দুঃখ কুড়াই
একলা যখন চাঁদ হাসে,
নৌকা যখন মাঝি ছাড়া
বাঁধা ঘাটের একপাশে।

তখন তো তুই গভীর ঘুমে
অথবা সোহাগ জড়াচ্ছিস,
কারো সাথে গল্প কথায়
খুশির বীজ ছড়াচ্ছিস।

হারিয়ে তোকে ভালো নেই
তবুও রাখি কবিতায়,
শব্দ ছন্দ বাঁধন দিয়ে
জমাই তোকে মন খাতায়।

কবিতা হয়েই থাকিস না হয়
বইয়ের পাতায় অক্ষরে,
সারাজীবন থাকিস আমার
অলিখিত স্বাক্ষরে।

বাঁধন মানেই ঝগড়া ঝাঁটি
বাঁধন মানেই দায়িত্ব,
তুই আমার মনেই থাকিস
হলিই না হয় সাহিত্য।

সময় পেলে পড়তে আসিস
আমার বুকের যন্ত্রনা,
তবে তুই দূরেই থাকিস
চাইনা তোর সান্ত্বনা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )