
শিলিগুড়ির জমি বিবাদকে কেন্দ্র করে খুন নিয়ামতপুরে
ফাইনাল এক্সপোজার: কুলটি:- শুক্রবার রাত্রে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রহমান পাড়াতে জাভেদ বারিকে দুই যুবক স্কুটারে করে যাবার সময় খুব কাছ থেকে গুলি করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাভেদের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসীদের বক্তব্য পৌরনিগমের পক্ষ থেকে তাদের পাড়াতে কোন লাইট লাগানো হচ্ছে না এখানে বেশীরভাগ বাড়ীতে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু অন্ধকার থাকার কারণে আততায়ীর ব্যাবহার করা গাড়ী এবং আততায়ীকে চিহ্নিত করা সম্বভব হয় নি। ঘটনার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চআধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করতে শুরু করেন। জাভেদের স্ত্রী শবনম খানান জানান তার শশুরের শিলিগুড়িতে কিছু জমি নিয়ামাতপুরের বাসিন্দা তারাণা এবং তার স্বামী আসিফ খান তার শশুরের সই জাল করে ঐ জমি নিজের নামে রেজিষ্ট্রী করে নেয় এই খবর পাবার পর জাভেদ শিলিগুড়ী গিয়ে আশেপাশের লোকের বক্তব্য নিয়ে ভিডিও তুলে সেটা ভাইরাল করে দেয়। এক মাস আগে তারাণা খুন করার হুমকি দিয়েছিল অবশেষে ২৮ দিনের মাথায় তার স্বামীকে খুন করে দিয়েছে।