
শিল্পাঞ্চলের জোড়া খুনের আততায়ীদের আটক করেছে পুলিশ
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অভূতপূর্ব সাফল্য ২৪ ঘন্টার মধ্যে দুটো খুনের আততায়ীদের আটক করে সাড়া ফেলে দিয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানায় ডামড়া এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক ১৮ বছরের কিশোরীর মৃতদেহ প্রথমে পরিচয় না পাওয়া গেলেও অনুমান করা হয় তাকে গণ ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে কিশোরীর নাম রুমা পাশওয়ান ১৯ বছর বয়স বাবার নাম কিশোর পাশওয়ান গোপালমাঠ রেলকলোনীর বাসিন্দা কিশোরী বেনাচিতির নেতাজী হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। তার সাথে জামুড়ীয়ার বাসিন্দা রাকেশ পাশওয়ানের প্রেম সম্পর্ক ছিল পরিবার সূত্রে জানা যায় ২৮ তারিখ সকালে স্কুল যাবার নাম করে খাবার খেয়ে বাড়ী থেকে বার হয় কিন্তু বিকাল পর্যন্ত বাড়ী না আসাতে চিন্তায় পড়ে প্রতিবেশীদের সাহায্যে দূর্গাপুর থানায় নিখোঁজের মামলা করা হয়। রুমা পাশওয়ানের বাবা কিশোর পাশওয়ান জানায় তার মেয়ে স্কুলে যাবার সময় তার কাছে রাকেশের ফোন আসে সম্বভত তার সাথে দেখা করতে গেছিল। পুলিশ রাত্রে কিশোর পাশওয়ানকে জানায় তাদের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং কিশোরের বক্তব্য অনুযায়ী শুক্রবার রাত্রে জামুড়ীয়া থেকে রাকেশ পাশওয়ানকে আটক করে এবং শণিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়, পুলিশের সন্দেহ রাকেশের সাথে আরো কয়েকজন ছিল। আবার শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়াতে গুলি করে খুন করা হয় জাভেদ বারি নামে পৌরনিগমের অস্থায়ী কর্মীকে প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত মামলায় খুন করা হয়েছে জানা গেলেও শণিবার সকালে পুলিশ ইন্তেখাব আলম নামে এক ব্যাক্তিকে আটক করে আদালতে পাঠিয়েছে।