রূপনারায়নপুর টোল প্লাজা, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসককে স্মারকলিপি কংগ্রেসের

রূপনারায়নপুর টোল প্লাজা, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসককে স্মারকলিপি কংগ্রেসের

কৌশিক মুখার্জী: আসানসোল:- পশ্চিম বর্ধমান জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত রাজ শুক্লার হাতে স্মারকলিপি তুলে দেন। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলতাদের দাবি, রূপনারায়নপুর টোল প্লাজার দ্রুত টেন্ডার করার জন্য, তার পাশাপাশি একশো দিনের কাজ শ্রমিকদেরকে দিতে হবে, সরকারি দপ্তর গুলিতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এই স্মারকলিপি বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।তারা বলেন নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও টোল প্লাজার ই-টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।ওয়েবসাইটে ত্রুটি, ফলে আগ্রহী দরপত্রদাতারা আবেদন করতে পারছেন না।বারবার অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত রাজ শুক্ল জানিয়েছেন যে কংগ্রেসের স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে। আজই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য আপলোড করা হবে এবং নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )