অন্তরালে
সোমা ঘোষ (কলকাতা)

না হতে পারলাম বনলতা সেন
না হলাম নীরা …
বা কোনো গায়কের পাহাড় নদী মণি মুক্তা
সোনা রূপা অথবা হীরা।
ধোপদুরস্ত বৌঠান নাইবা হলাম
কোথায় ছিল ভুল কিইবা ছিল যুক্তি
হতে তো পারতাম , শেক্সপিয়রের ওথেলোর বিখ্যাত কোনো ডায়লগ বা উক্তি!
মোনালিসা নাইবা হলাম , হাসি কান্না একসাথে ছোঁয়ার স্পর্ধা হয়নি..
তাই বলে কি হুসেনের মাধুরী
হওয়ার শখ যায়নি!?
“আমার একটা তুই চাই”
বলেনি কেউ কখনো
সত্যিই কারের ভালোবাসা কাকে বলে
মন হদিস পেলনা এখনো!
নাহতে পারলাম জীবনানন্দের বনলতা সেন ,
না হলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা..
কৃষ্ণকেও ততটা বাসিনি ভালো ,
তাই হতে পারলাম না রাধা অথবা মীরা।
নির্বাচিত হলাম না..
কল্পনা বা বাস্তবে ,
এমনি করে জীবন কি শুধু
না পাওয়ার জ্বালায় পস্তাবে !?
CATEGORIES কবিতা

