
জামুড়িয়ার শ্যাম মেটালিকস বেসরকারি কারখানায় রক্তদান শিবিরের আয়োজন
জিশু হেব্রাম,ফাইনাল এক্সপোজার: জামুড়িয়া:- শ্যাম মেটালিকস এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ব্রিজ ভূষণ আগরওয়াল এর জন্মদিন উপলক্ষে শ্যাম মেটালিকস জামুড়িয়ার বেসরকারি কারখানাই বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন। জামুড়িয়া শিল্প তালুকের শ্যাম মেটালিকস বেসরকারি কারখানাই শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কারখানাই ৮০০ জনেরোও অধিক কর্মচারী স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। শ্যাম মেটালিকস একটি ইন্টিগ্রেটেড মেটাল প্রডিউসিং কোম্পানি যার জামুড়িয়ায় স্থিত প্ল্যান্টে বৃহৎ স্তরে রক্তদান শিবির সফলতার সাথে আয়োজন করা হলো। কমিউনিটি ওয়েলফেয়ার তথা সামাজিক দায়িত্ব পালন করে রক্তদানে কোম্পানির দায়িত্ব আবার মজবুত করলো কারখানার শ্রমিকরা। রক্তদান শিবির আয়োজনের ফলে শুধু করুণা নয় একতার ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। মেগা রক্তদান শিবিরটি শ্যাম মেটালিকস জামুড়িয়া ইউনিটের প্ল্যান্ট প্রধান এস.কে.মাইতি দ্বীপ প্রজ্জ্বলিত করে শুরু করা হয় রক্তদান শিবির। কারখানা সূত্রে জানা যায়, আজকে কয়েকটা জায়গায় এমন কর্মসূচির উদ্যোগ নিয়েছি । শুধু রক্তদান শিবির নয় বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ফল বিতরণ করা, অনাথ আশ্রমে ও অনাথ ছেলে মেয়েদের কাপড় ও খাবারের ব্যবস্থা করা। বৃদ্ধাশ্রমে খাবারের ব্যবস্থা এবং কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে এবার আমরা আশাবাদী ৮০০ ইউনিট এরও বেশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারব এবং আবারো একবার সমাজের পাশে দাঁড়াবো। এদিকে কয়েক ঘন্টা ধরে চলে এই কর্মসূচি। কর্মচারী,ভলেন্টিয়ার ও অতিথিরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের মহারাজ সোমাত্মা নন্দ,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য লতিফা কাজী, জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, জামুড়িয়া ব্লক ২ এর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দীনেশ চক্রবর্তী, মহাসচিব অসিত মন্ডল, যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রেমপাল সিং, আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ সদস্য তথা জামুড়িয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত অধিকারী,জামুড়িয়া বোরো১ এর চেয়ারম্যান শেখ সানদার, জামুড়িয়া চেম্বার অফ কমার্সের সভাপতি জয় প্রকাশ দোকানিয়া,সচিব মহেশ সাউডিয়া সহ অন্যান্যরা। এই উপলক্ষে জামুরিয়া শ্যাম মেটালিকস বেসরকারী কারখানার প্রধান – সূর্য কুমার মাইতি জানান, যে এই ধরনের প্রচেষ্টা করুনা ও দায়িত্বের পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট। তিনি আরো জানান, রক্তদানের মাধ্যমে একজোটের সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যা কারখানা ও সমাজকে একসাথে জুড়ে । তিনি আরো জানান, আমাদের কর্মচারীরা যখন একসাথে এই ধরনের ভালো কাজে এগিয়ে এসে জীবন ও সম্প্রদায়কে কারখানার শিমা ছাড়িয়ে কতটা গুরুত্ব দেয় সেটা প্রস্ফুটিত হয়। এটা এই কথাটিকেও মনে পড়ায় যখন মানুষ করুণার সাথে একজোট হয়ে কাজ করে তখন তাদের চেষ্টা শুধু জীবন বাঁচানোই নয় কারখানা ও সমাজের সম্পর্ক মজবুত করে তোলা। শিবিরের সফল আয়োজনের জন্য শ্যাম মেটালিকস এর আলোক মিশ্র,এইচ আর বিভাগের ঊর্মিলা মহাশয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

