নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের এক আবাসনের প্রবেশ পথে ঢুকে পড়লো ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের এক আবাসনের প্রবেশ পথে ঢুকে পড়লো ট্রাক

কাজল মিত্র: আসানসোল:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আসানসোল দক্ষিণের এক আবাসনের বাসিন্দারা সহ নিচের দোকানদারেরা। যদিও ঘটনায় অল্প বিস্তার স্থানীয়দের চোট লাগলেও সেরকম বড়সড়ো কোনো কারো ক্ষতি হয়নি বলে জানা যায়।

ঘটনার সম্পর্কে জানা যায় যে শনিবার দুপুরে আসানসোলের বার্ণপুরের দিক থেকে আসা এক ছোট ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশের এক আবাসনের প্রবেশ পথে ঢুকে পড়ে।প্রথমে ট্রাকটি সামনে থাকা একটি দু চাকা গাড়ি কে ধাক্কা মারে। তারপরেই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যায় এবং আবাসনের নিচে লাগানো  সাইনবোর্ড ভেঙে কোনমতে সিঁড়িতে আটকে যায়। তবে এই ঘটনায় আহত হয় দু জন।তাদের চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ঘটনার পরই ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার ফাঁড়ির পুলিশ।  চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )