সময়ের ব্যবধান

মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

অবাক হইনা কোনো কিছুতেই
সময়ের এমনই হাল,
নিরন্নের অন্নে পড়ছে থাবা
ঘোর কলিকাল।
আশ্রয়টুকু কেড়ে যারা
গড়ছে নিজের মহল
তারাই আজ দাপিয়ে বেড়ায়
সমাজের এমনই বদল।
যখন… লালসার আঁচে নারী সন্মান
ঝলসে হয় ক্ষত,
এ প্রবৃত্তিতে হইনা অবাক
এমন ঘটে তো কত!
অযোগ্যদের শিখরে ওঠা
যোগ্যদের পায়ে শিকল
এই অভাবনীয় ইঁদুর দৌড়ে
বিবেক হয় বিকল!
রোগ শয্যায় দুস্থ রোগী
অভাগা চিকিৎসাহীন ,
অমানবিকতায় আর হইনা অবাক
মনুষ্যত্ব হৃদয়হীন !

          নিরন্নের মুখে অন্ন দিয়ে 
         ক্ষুধা মেটায় যারা,
         তাদের দেখে অবাক হই 
         ঈশ্বর সৃষ্টি তারা ।
        ঝাঁপিয়ে পড়ে নারী সম্ভ্রম
         বাঁচায় যে জন...
         অবাক হই " এও সম্ভব "
          অবিশ্বাস্য এ মন!

বোধদয়ের চশমা এঁটে
হৃদয় কপাট খুলে,
কুকীর্তির বিষের ঘোলে
অমৃত দিই গুলে!
সময় বদল, কাল বদল
বদল মনুষ্য স্বভাব,
অবাক হবার বিষয়গুলোর
আজ যে বড্ড অভাব।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )