বৃদ্ধাশ্রমে থাকা ৪৭ জন আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সমাজসেবী ইন্দ্রনাথ সরকার

বৃদ্ধাশ্রমে থাকা ৪৭ জন আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সমাজসেবী ইন্দ্রনাথ সরকার

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকের অন্তর্গত সমাজসেবী তথা হিউম্যান রাইট স এর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনাথ সরকারের উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিক দের হাতে তুলেদেওয়া হল নতুন বস্ত্র। সানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবেলস এর ওল্ড কলোনিতে তৈরি করা হয়েছে এক বৃদ্ধাশ্রম যার সম্পূর্ণ পরিচালনা করেন সুভাষ মহাজন ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা সমাজ সেবী ভোলা সিং । এই বৃদ্ধাশ্রমে মোট মহিলা ও পুরুষসহ ৪৭ জনের আবাসিক রয়েছে । আর এই বৃদ্ধ ও বৃদ্ধা  আবাসিকদের কথা মাথায় রেখে সালানপুর এলাকার সমাজসেবী ইন্দ্রনাথ সরকার ও তার পরিবার প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্গাপূজার আগে সেই সকল আবাসিক দের হাতে নতুন বস্ত্র তুলে দেন। আর এইসব কষ্ট পেয়ে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকরা অত্যন্তই আনন্দিত। ইন্দ্রনাথ সরকার বাবু জানান তিনি ও তার পরিবার প্রতিবছর কিছু না কিছু সমাজসেবামূলক কাজ করে থাকে তার অঙ্গ হিসেবে এটাও একটি। শুধু এইখানেই বস্ত্র দেওয়া হয়নি একই সাথে জিতপুর, আল্লাডি ও জোরবাড়ী এলাকায় অসহায় মহিলা ও পুরুষদের হাতে নতুন বস্তু তুলে দেন তিনি ও তার পুত্র সূর্য সরকার। তবে ইন্দ্রনাথ বাবু এও জানান এই দিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ভোলা সিং উপস্থিত ছিলেন তিনিও এই বছর তাদের হাতে তুলে দেন তিনি জানান যেভাবে এই বৃদ্ধাশ্রমের জন্য ভোলা সিং ও সুভাষ মহাজন নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে তা বলার ভাষা থাকে না । যেভাবে করো না কাল থেকে এই বৃদ্ধাশ্রমটি চালিয়ে আসছে তাতে আবাসিক সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আর তাই তিনি পুজোর আগে বৃদ্ধাশ্রমে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শুধু নতুন বস্ত্র নয় তাদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন তিনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )