
উৎসবকে সামনে রেখে PWD তরফে কুলটি তে জোরকদমে চলছে সড়ক সংস্কারের কাজ
কাজল মিত্র: কুলটি:- ঠিক যে ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের দুর্গাপূজা কমিটিগুলোতে ১লক্ষ ১০হাজার টাকা করে অনুদান দিচ্ছে যাতে পুজো আরও সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। ঠিক সেভাবে রাজ্য সরকারের PWD দপ্তরের উদ্যোগে জোরকদমে চলছে সড়ক সংস্কারের কাজ। কারণ দীর্ঘ কয়েক মাস থেকে যে ভাবে বৃষ্টি হয়েছে এরফলে সড়কের বেহাল অবস্থা হয়ে পড়েছে আর এই বেহাল রাস্তা সংস্কারের কাজ চালছে জোরকদমে যাতে পুজোর সময় দর্শণার্থী থেকে আরম্ভ করে বাহন চালকদের যাতে কোন অসুবিধা না হয়।
সে দৃশ্য দেখা মিললো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউ রোডে। আজ দুপুর ১২টায় দেখা মিললো PWD আসানসোল সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সুমনা সাহার উপস্থিতিতে চলছে জিটি রোড সংস্কারের কাজ। তিনি জানিয়েছেন ৯লক্ষ টাকা খরচে কুলটি থেকে কাকড়শোল পর্যন্ত সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে।

