এসএসসি পরীক্ষায় কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ রূপা কর্মকারের 

এসএসসি পরীক্ষায় কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ রূপা কর্মকারের 

কাজল মিত্র: কুলটি:- যিনি এক সময় পরীক্ষকের দায়িত্ব পালন করতেন, আজ তিনিই পরীক্ষার্থী। আসানসোলের কুলটি কলেজে এসএসসি (SSC) পরীক্ষা দিতে এসে প্রতীকী প্রতিবাদে অংশ নিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর অন্যতম আন্দোলনকারী রূপা কর্মকার।

পরীক্ষার দিন তিনি কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসেন। তাঁর এই পোশাক ছিল প্রতিবাদের ভাষা। রূপা বলেন, “কালো পোশাক অশুভের প্রতীক। সরকার আমাদের জীবনে অশুভ ডেকে এনেছে। তাই আমি আজ এই পোশাক পরে পরীক্ষা দিচ্ছি, এর মাধ্যমে আমি আমার ক্ষোভ, বেদনা ও প্রতিবাদ প্রকাশ করছি।

রূপার মতে, যাঁরা একসময় যোগ্য প্রমাণিত হয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করছিলেন, আজ তাঁদের আবারও পরীক্ষা দিতে হচ্ছে — এটি একরাশ অপমান এবং অবিচারের নিদর্শন। তিনি মনে করিয়ে দেন, এই লড়াই কেবল একটি চাকরির জন্য নয়, বরং ন্যায়বিচার, সম্মান এবং যোগ্যতার স্বীকৃতির জন্য।

রূপার এই প্রতিবাদ এসএসসি দুর্নীতি এবং তার জেরে বহু শিক্ষকের চাকরি হারানোর ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের এক সংগ্রামেরই প্রতিফলন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )