বিজেপির পাল্টা তৃণমূল কংগ্রেসের সভা – জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ

বিজেপির পাল্টা তৃণমূল কংগ্রেসের সভা – জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-:

        সম্প্রতি বিজেপির পক্ষ থেকে বার্ণপুরের ত্রিবেণী মোড় ময়দানে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ইস্কোয় তৃণমূলের সিণ্ডিকেট রাজের বিরুদ্ধে সোচ্চার এবং কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতার দাবি তোলেন।একই ময়দানে আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কর্তৃক আয়োজিত পাল্টা জনসভায় কড়া ভাষায় বিরোধী দলনেতার তোলা অভিযোগের জবাব দেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।

        তিনি বলেন, বিজেপি কখনো সত্যি কথা বলেনা। বারবার মিথ্যা কথা বলে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ক্ষমতায় আসার জন্য ২০১৪ সালে তারা প্রতি বছর ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি তারা পূরণ করেনি। তিনি বলেন, বর্তমানে ইস্কোতে ৬০০০ কর্মী রয়েছেন, যার মধ্যে ৪০০০ ঠিকাদার কর্মী।

বছরে ২ কোটি চাকরি তো দূরের কথা, এখানে যারা কাজ করছিলেন বিজেপি সরকারের সৌজন্যে তাদের অর্ধেকই চাকরি হারিয়েছেন।

       তার অভিযোগ বিরোধী দলনেতা এখানে এসে জনগণকে মিথ্যা কথা বলেছিলেন। তিনি ইস্কোতে অনলাইনে টেন্ডার দেওয়ার কথা বলছিলেন। অথচ তিনি জানেননা যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত জেম পোর্টালের মাধ্যমে ইস্কোর টেন্ডার কেবল অনলাইনে করা হয়। অথচ তিনি মিথ্যা কথা বলে চলে গেলেন।

        মন্ত্রী আরও বলেন যে, পুরো জেলা ও  ঝাড়খণ্ড থেকে লোক আনা সত্ত্বেও বিজেপির সভায় মাঠ ভরেনি। তৃণমূল কেবল একটি ব্লকের জন্য সভা করেছে। তাতেই মাঠ ভরে গেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। 

         প্রসঙ্গত, বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের জনসভায় ভিড় হয় প্রচুর। বৃষ্টিতে ভিজেও মানুষ মন্ত্রীর বক্তব্য শোনেন। 

        এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক হরেরাম সিং, সভার আয়োজক তথা ব্লক সভাপতি অনুপ মাঝি, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি এসএম হাসান, এমআইসি মানস দাস, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর অশোক রুদ্র, অক্ষয় ঘোষ, কাহকাশা রিয়াজ, গৌরী শঙ্কর সিং, লখন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )