ডায়মণ্ড হারবার পৌরসভার অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের সূচনা

ডায়মণ্ড হারবার পৌরসভার অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের সূচনা

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মণ্ড হারবার মহকুমায় উপভোক্তা বিষয়ক দপ্তরের অন্তর্গত উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের ডায়মণ্ড হারবার পৌরসভার অ্যানেক্স বিল্ডিং এ আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা হয়। পাশাপাশি রবীন্দ্র ভবনে একাকার ছাত্র ছাত্রী সহ কয়েক হাজার সাধারণ মানুষদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।এদিন উপভোক্তা বিষয়ক দপ্তর ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিপ্লব মিত্র মন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তর, প্রধান অতিথি শ্রীকান্ত মাহাত রাষ্ট্রমন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তর,পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ অতিথি নীলম মীনা, আই. এ. এস.প্রধান সচিব উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার।এছড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এসডিপিও সাকিব আহমেদ, ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ,ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,জেলা পরিষদের সদস্য জাহির আব্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ প্রমুখ।এদিন নতুন কার্যালয়টির শুভারম্ভের ফলে ডায়মণ্ড হারবার মহকুমার অগণিত উপভোক্তারা কেনাকাটা বা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয়ে সচেতন থাকবেন, সেই বিষয়ে অবগত হবেন এবং প্রতারিত হলে ক্ষতিগ্রস্ত উপভোক্তা ডায়মণ্ড হারবারের এই আঞ্চলিক কার্যালয়েই অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন উপস্থিত আধিকারিকরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )