দুর্গাপুজো উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক হলো আসানসোলে

দুর্গাপুজো উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক হলো আসানসোলে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

        কার্যত ‘দুয়ারে হাজির’ দুর্গাপুজো। চারদিকে সাজো সাজো রব। আপামর বাঙালি মেতে উঠবে পুজোর আনন্দে। পুজোর আনন্দ যাতে নিরানন্দে পরিণত নাহয় তারজন্যে সতর্ক থাকতে হচ্ছে  প্রশাসনিক আধিকারিকদের। 

           পুজোর সময় এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুজো সংক্রান্ত অন্যান্য বিষয়ের দিকে নজর দেওয়ার জন্য আসানসোল মহকুমার অধীনে ৪টি ব্লক – সালানপুর, বারবনি, জামুরিয়া ও রানিগঞ্জ, সমস্ত এসিপি, ৯ টি থানার আধিকারিক এবং আসানসোল পৌর নিগমের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

        বৈঠকে মহালয়ার তর্পণ ও প্রতিমা নিরঞ্জনের সময় ঘাট অভিমুখে রাস্তা পরিস্কার রাখা ও রক্ষণাবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট থানা এলাকায় প্রয়োজন অনুসারে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের নিয়োগ সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়।

        বৈঠকে আসানসোল মহুকুমা শাসক(সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও অন্যান্যদেল সঙ্গে পৌরনিগমের প্রতিনিধি হিসাবে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জ্জী ও সহকারী বাস্তুকার উপস্থিত ছিলেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )