আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে

আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

      মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সবদিক থেকে তার অগ্রগতি বজায় রাখুক – আন্তরিকতার সঙ্গে সেই কামনা করেও সম্প্রতি রাজ্য সরকারের কয়েকটি সিদ্ধান্তের জন্য উদ্বেগ প্রকাশ করে আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

       চিঠির মূল বক্তব্য হলো- সরকার হঠাৎ করে সরকারি জমির দাম ৩৫% থেকে ৪০% বৃদ্ধি করেছে। এরফলে জমি ক্রয়ের সময় স্ট্যাম্প ডিউটি ​​এবং রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি পাবে। ফলে বাড়ি তৈরির খরচ বেড়ে যাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে রিয়েল এস্টেট ব্যবসার উপর। সেক্ষেত্রে ফ্ল্যাট বাড়ির দাম বেড়ে যাবে সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাট ক্রয় করা বেশ কষ্টকর হবে।      

        এতদিন শিল্পের জন্য যে ভর্তুকি চালু ছিল তা সরকার হঠাৎ বাতিল করে দিয়েছে। এই ঘটনা রাজ্যে শিল্প স্থাপন করতে যারা ইচ্ছুক তাদের কাছে ভুল বার্তা যাবে। এরফলে শিল্প স্থাপনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পেছিয়ে পড়তে পারে।

      পরে আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝা বলেন, যেভাবে রাজ্যের সার্বিক উন্নতির জন্য মুখ্যমন্ত্রী পরিশ্রম করে চলেছেন তাতে আমাদের আশা রাজ্যের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং খুব শীঘ্রই এই সমস্যা নিয়ে আলোচনা করবেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )