মনুষ্যত্ব তুমি কোথায়?
রুনা মুখার্জী (কলকাতা)

ছোটবেলায় যখন কোন বন্ধুর
নামে নালিশ করতাম,
তখন বাবা বলতো, আগে বল, তুমি কি করেছিলে?
আর এখন আমরা বলি,
তোর সাথে তোর বন্ধু খারাপ ব্যবহার করেছে!
ঠিক আছে ,কাল ওর বাবার
সাথে আমি গিয়ে কথা বলব।
আগে নিজের ছেলে মেয়ের
দোষ গুলো না দেখে,
অন্যদের দোষারোপ করি,
হায়রে মনুষত্ব তুমি কোথায়?
পাশের বাড়ির অসহায়
মানুষটার পাশে, দিনের পর
দিন থাকার পরও,
যখন তার সুদিন আসে,
তখন সে, অসময়ে পাশে থাকা মানুষটাকেই বলে, তুমি
আমার সুখ দেখে হিংসা
করছো
এসব তুমি কোথায়
শিখলে?
হয়তো পাশে থাকা মানুষটা
তাকে তখন খুব ভালোবেসেই কোন কথা
বলছিল।
অথচ সে তার কথার অর্থ
বুঝতে না পেরে তাকে
খারাপ কথা বলে।
কারণ আমরা অকৃতজ্ঞ আর
স্বার্থপর।
রাস্তায় চলার পথে, হয়তো
একজনের গাড়ির সাথে অন্য
জনের গাড়ি,
একটু স্পর্শ করেছে,
তাতেই শুরু হয় তান্ডব ।
অথচ, আগে পাশের বাড়ির কাকিমা, আমরা দুষ্টুমি
করলে ,আমাদের শাসন
করলেও মা বলতো ,
বকেছো ঠিক করেছো বোন।
ও তো তোমারও সন্তান।
আসলে এগুলোই হচ্ছে বাড়ির সংস্কার।

