আজকের লক্ষ্মী
রাসমণি ব্যানার্জ্জী (হরিপাল, হুগলী)

আজকের লক্ষ্মী পূজা করে
উপোস করে না
আজকের লক্ষ্মী রান্না করে
বাসন মাজে না।
আজকের লক্ষ্মী উপোস ভেবেই
দৌড়ে ছুটে পালায়
আজকের লক্ষ্মী উপোস করে
খিচুড়ি রাখেন থালায়।
লক্ষ্মী আছে গ্রামে ঘরে
তারা হলেন দশভুজা
জুতো সেলাই থেকে চন্ডী পাঠ
উপোস করে করেন পূজা।
আরো কিছু লক্ষ্মী আছেন
লোকের বাড়ি বাসন মাজে
ভোরের ট্রেনে লক্ষ্মী মেয়ে
লক্ষ্মী বধূ ছোটে কাজে।
CATEGORIES কবিতা

