৩৯ শতক জমিতে বুলডোজার চালানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, যা ইতিমধ্যেই ১৪৪ ধারার আওতা ধীন

৩৯ শতক জমিতে বুলডোজার চালানো কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, যা ইতিমধ্যেই ১৪৪ ধারার আওতা ধীন

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত  ডুবুডিহ চেকপোস্ট এলাকায় অবস্থিত ৩৯ শতক জমিতে বুলডোজার চালানোকে  কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  বিবাদ শুরু হয়। উভয়েই জমির উপর  নিজ নিজ দাবি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তীব্র তর্ক-বিতর্ক হয়। জমির মালিকানা দাবিদার এক পক্ষ দুর্গা দাস পালের মতে, তিনি দাবি করে যে কলকাতা থেকে দিল্লিগামী জাতীয় মহাসড়কের ধারে ডুবুডিহ চেকপোস্টের ঠিক আগে তার এক একর ৩৯ শতক জমির মালিকানা রয়েছে।যে জমিটি ১৪৪ ধারার আওতাধীন কিন্তু   অছুত রায় জোর পূর্বক সেই জমিতে জেসিবি মেশিন লাগিয়ে কাজ করছে।

দুর্গা দাস বলেন যে, যে জমি অছুত রায় নিজের বলে দাবি করছেন এবং সেই জমির কাগজপত্র তাঁর কাছেও আছে, সেই জমি  তাঁর পূর্বপুরুষদের, যে কাগজপত্র তাঁর কাছেও আছে, প্রয়োজনে তিনি সেই জমির কাগজপত্রও দেখাতে পারেন।

অছুত রায় নিজেই উক্ত জমি দখল করার জন্য ১৪৪ ধারা জারি করেছেন, এখন আদালত বা পুলিশ এবং জেলা প্রশাসনের আদেশ ছাড়াই তিনি আইনের নিয়মকে তোয়াক্কা না করে  জমি দখল করতে এসেছেন, তিনি খবর পেয়ে  কুলটি থানা এবং চৌরঙ্গী ফাঁড়ি র পুলিশকে ঘটনাটি সম্পর্কে জানান । এরপর চৌরঙ্গী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উক্ত জমিতে অছুত রায় কর্তৃক পরিচালিত জেসিবি মেশিনটি র কাজ বন্ধ করে দেন এবং অছুত রায়কে পরামর্শ দেন যে তাকে দুর্গার  দাসের কাছে পরামর্শ নিয়ে সমঝোতা করে কাজ করতে হবে নাহলে  আদালত থেকে উক্ত জমিতে কাজ করার আদেশ নিয়ে এসে জমিতে কাজ করতে পারেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )