
পূজোর পর শুরু হল নাকড়াজোড়িয়ায় পাড়ায় সমাধান শিবির
কাজল মিত্র: সালানপুর:- দুর্গা লক্ষ্মী পুজো শেষ হলেও সামনেই কালীপুজো এখনো বাকি – এরই মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির শুরু হয়ে গেল আবার।আজ সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার নাকড়াজোড়িয়ায় ৪৮, ৪৯, ৫০ নম্বর বুথগুলির বাসিন্দাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়েছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন মহম্মদ আরমান, ভোলা সিং,শ্রমিক নেতা মনোজ তেওয়ারী সহ অন্যান্যরা।বিধায়ক বিধান উপাধ্যায় বলেন বেশ কিছু কাজের পরিকল্পনা এদিন নেওয়া হয়েছে। সেগুলির মধ্যে হাইমাস্ট আলো, আইসিডিএস সেন্টার, রাস্তা, নর্দমা ,পানীয় জলের বিষয়গুলি আছে। শিবির থেকে উঠে আসা কাজগুলি শীঘ্রই রূপায়িত করা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন দেন্দুয়া পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ মাজি বলেন আইসিডিএস কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা,শ্মশানে পাঁচিল দেওয়া, স্কুলঘরের ছাদ সংস্কারের মত বিষয়গুলিতে বিধায়ক অন্য তহবিল থেকে অর্থের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

