
সালানপুরে পাট্টা বিতরণ অনুষ্ঠান
কৌশিক মুখার্জী: সালানপুর:-
সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ সালানপুর ব্লকে ১৩৮ জনের মধ্যে পাট্টা বিলি করা হলো। দুয়ারে সরকার চলাকালীন যে সমস্ত গরিব দরিদ্র মানুষেরা আর্জি জানিয়েছিলেন।তাদের আজ রূপনারায়নপুর নান্দনিক হলে পাট্টা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, সহ-সমষ্টি উন্নয়ন আধিকার শ্রেয়া নাগ,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,বারাবনি বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরো অনেক।
CATEGORIES আসানসোল

