হতে চলেছে বার্ণপুর ক্রিকেট ক্লাবের নির্বাচন 

হতে চলেছে বার্ণপুর ক্রিকেট ক্লাবের নির্বাচন 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -: 

       একটা সময় আসানসোল ও তার পার্শ্ববর্তী এলাকার ক্রিকেট প্রেমীদের কাছে গর্বের ছিল  ঐতিহ্যপূর্ণ বার্ণপুর ক্রিকেট ক্লাব অর্থাৎ বিসিসি। বিভিন্ন কারণে সেই ঐতিহ্য অস্তমিত। ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে হতে চলেছে সেই ক্লাবের নির্বাচন। নির্বাচনে বিদায়ী কমিটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে প্রোগ্রেসিভ ক্রিকেট ফোরাম। জানা যাচ্ছে ২৭৩ জন বিসিসি সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করবে।

       ক্লাবের সদস্যদের হারানো মর্যাদা পুনরুদ্ধার, ক্রিকেটের সার্বিক উন্নয়ন, ক্রিকেটারদের জন্য সব ধরনের সুবিধার ব্যবস্থা করা ইত্যাদি ১০ দফা প্রস্তাব সামনে রেখে ভোটারদের কাছে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছে প্রোগ্রেসিভ ক্রিকেট ফোরাম। একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল ক্রিকেট ফোরাম      ৯টি পদের জন্য তাদের প্রার্থীদের নাম ভোটারদের সামনে তুলে ধরে এবং  ইশতেহারও প্রকাশ করে। 

         ৯টি পদের মধ্যে, সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন পীযূষ মাজি, সহকারী সাধারণ সম্পাদক পদের প্রার্থী বিকাশ দাস, কোষাধ্যক্ষ পদের প্রার্থী অমরজিৎ সাহ, গ্রাউন্ড সম্পাদক পদের প্রার্থী পরিতোষ চৌধুরী, বিনোদন সম্পাদক পদের প্রার্থী মহেশ কুমার এবং ৪ জন কমিটির সদস্য। জয়প্রকাশ কৈরি, কুন্দন কুমার, সুমিত কুমার এবং সুপ্রিয়া চ্যাটার্জি নির্বাচনের প্রার্থী।

        সাধারণ সম্পাদক পদপ্রার্থী পীযূষ মাজি ক্লাবের উন্নয়ন এবং ক্রিকেট প্রশিক্ষণের উন্নতির কথা তুলে ধরে তাদের ভোট দেওয়ার জন্য  ভোটারদের কাছে আবেদন করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )