
রূপনারায়নপুর গুরুদুয়ারাতে শৌচালয়ের উদ্বোধন
কৌশিক মুখার্জী: সালানপুর:-
রূপনারায়নপুর গুরুদুয়ারায় আজ এক সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হয়।বহুদিন যাবত এই শৌচালয়ের আর্জি জানিয়েছিলেন গুরুদুয়ারা কর্তৃপক্ষ বারাবনি বিধায়কের কাছে।তাই বিধায়ক বিধান উপাধ্যায় এডিডিএ এর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন।তাই সেই কথা মাথায় রেখে বিধায়কের কথা মত এডিডিএ এর সহযোগিতায় ১২ লক্ষ ৪৩ হাজার টাকার বিনিময় এই শৌচালয়টি তৈরি করা হয়।সেই শৌচালয়ের উদ্বোধন করা হয় আজ।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ, সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,এডিডিএ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমান মন্ডল,গুরুদুয়ার কমিটির সভাপতি জগজিৎ সিং সহ আরো অনেকেই।
CATEGORIES আসানসোল

